Cristiano Ronaldo’s teammate Pepe announced his retirement from world football.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ক্রিস্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ পেপে। দীর্ঘদিন খেলেছেন সিআরসেভেনের সঙ্গে। একটা সময় বলেছিলেন, রোনাল্ডোর সঙ্গেই অবসর নেবেন। কিন্তু রোনাল্ডোর বয়স এবং ফিটনেসের সঙ্গে তাঁর বয়স এবং ফিটনেস, দুইয়েরই ফারাক রয়েছে। এই পরিস্থিতিতে ৪১ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন পেপে। জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৪১টা ম্যাচ, পর্তুগাল দলের জিবন্ত কিংবদন্তি। কিন্তু এবারে ইউরো অভিযান ভালো যায়নি তাঁর। কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকাতে পারেনি রোনাল্ডোর দল। এরপর কান্নায় ফেটে পড়েছিলেন পেপে, বোঝা গেছিল অবসর ঘোষণার প্রহর গোণা শুরু, সেটাই সত্যই হল। ফুটবলকে বিদায় জানালেন পেপে। এরপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে বলেন, ‘পেপে তুমি নিজেও জানো না, আমার কতটা কাছের ছিলে তুমি। খুব খুব মিস করব তোমার উপস্থিতি ফুটবল মাঠে’।