CBI arrested Partha Chatterjee in primary teacher recruitment corruption case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। বিপদ বাড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
স্বাভাবিকবাবেই আরও বিপদ বাড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। ইডির মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন পার্থ। মঙ্গলবারই সেই মামলায় কেন্দ্রীয় সংস্থাকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি নিম্ন আদালতকে পার্থর মামলা দ্রুততার সঙ্গে শোনার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর সঙ্গে একই মামলায় ধৃত অয়ন শীলকেও গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে এসএসসি মামলাতে ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক মামলাতেও তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়েছে সিবিআই। এদিন তাঁকে ওই মামলায় গ্রেফতারির আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই আর্জিই মঞ্জুর হয়েছে। এর বিরোধিতা করে কোনও লাভ পাননি পার্থর আইনজীবী। কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, তদন্ত করে সম্প্রতি তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের নাম পেয়েছে। তাই তাঁকে এবং অয়ন শীলে হেফাজতে নিয়ে জেরা করা জরুরি বলে মনে করছে সিবিআই।