The winter session of Parliament started from Monday and will continue till December 20
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আজ সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে। কারণ লোকসভা নির্বাচনের পর বিরোধী দলগুলো লাগাতার তাদের প্রতিবাদী মনোভাব দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে সংসদের এই অধিবেশন উত্তাল হবে বলে মনে করা হচ্ছে। এই অধিবেশনে সরকার কিছু গুরুত্বপূর্ণ বিলও সংসদে পেশ করতে পারে।এ নিয়ে বিরোধীদের থেকেও হাউসে প্রতিবাদের সম্ভাবনা রয়েছে।
মহারাষ্ট্র, হরিয়ানা এবং বিধানসভা নির্বাচন ছাড়াও বহু রাজ্যে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফলের মধ্যে সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। শীতকালীন অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনে নির্বাচনী রাজ্যগুলিতেও ফলাফলের প্রভাব দেখা যেতে পারে। সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রবিবার সর্বদলীয় বৈঠক ডাকে সরকার। যেখানে অধিবেশনের কাজ নিয়ে আলোচনা হয়।
সরকার এই অধিবেশনের জন্য প্রায় ১৬টি বিল তালিকাভুক্ত করেছে। এই তথ্য জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এই বিলগুলির মধ্যে ওয়াকফ সংশোধনী বিল এবং পাঞ্জাব আদালত সংশোধনী বিলও রয়েছে। এর পাশাপাশি শীতকালীন অধিবেশনে এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত বিলও পেশ হতে পারে। যার ইঙ্গিত ইতিমধ্যে সরকারের কাছ থেকে পাওয়া গেছে।