Prakash’s controversial comments about Lakshya Sen
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বিতর্ক বাড়ালেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন। লক্ষ্য সেন ভারতের হয়ে পদক হাতছাড়া করতেই তাঁর বিরুদ্ধে সুর চড়ালেন দলের মেন্টর প্রকাশ। সরাসরি ছাত্রের নাম করে কিছু না বললেও প্রকাশের দাবি অন্যান্য সময় খেলোয়াড়রা দাবি করে থাকেন তাঁরা পর্যাপ্ত সাপোর্ট পায়না। কিন্তু এবারের প্যারিস অলিম্পিক্সে সরকার বা সাইয়ের তরফ থেকে প্রাপ্য সব সাহায্য করা হয়েছে তাঁদের। যেখানে অনুশীলন করতে যেতে চেয়েছেন, যেমন পরিকাঠামো চেয়েছন, যেমন কোচ পেয়েছেন সবই দেওয়া হয়েছে খেলোয়াড়দের। এখন যখন ভারত পাঁচটি ইভেন্টে পদক হাতছাড়া করেছে চতুর্থ স্থানে শেষ করে, তখন ক্রীড়াবিদদেও দায় নেওয়া উচিত এই ব্যর্থতায়। উল্লেখ্য দুরন্ত ছন্দে থাকা লক্ষ্য সেন, ব্রোঞ্জ মেডেল ম্যাচে এগিয়ে থেকেও গেম হাতছাড়া করেন, সেই জন্যই বিরক্তি প্রকাশ করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।