Djokovic in front of Alcaraz on Sunday
অলিম্পিক
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক :রবিবার নিজের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামছেন নোভাক জকোভিচ। প্যারিস অলিম্পিক্সের ফাইনালে তাঁর প্রতিরপরক্ষ কার্লোস আলকারাজ। এবছরে যার বিরুদ্ধে হেরে ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ হাতছাড়া করেছেন। এখনও পর্যন্ত অলিম্পিক্সে দুরন্ত ছন্দে রয়েছেন জোকার, উড়িয়ে দিয়েছেন নাদাল, সিতসিপাসদের। তবে প্রতিযোগিতার ইতিহাসে এখনও পর্যন্ত সোনা জেতা হয়নি বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী তারকার। সেটা জিততে গেলে রবিবার ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয় নিজের সেরাটা দিতে হবে জোকারকে, একই সঙ্গে পরাস্ত করতে হবে বর্তমানে টেনিসের তারকা আলকারাজকে। আপাতত উইম্বডনের বদলা নিয়ে নিজের ট্রফি ক্যাবিনেটে অলিম্পিক্স সোনা প্রথমবার আনার জন্য মরিয়া তিনি।