In this year’s Olympics, India finished at the 71st position with 6 medals.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শেষ হল প্যারিস অলিম্পিক্স। ভারতীয় দলের হয়ে পতাকা বহন করলেন সমাপ্তি অনুষ্ঠানে দুই পদকজয়ী মনু ভাকার এবং পিআর শ্রীজেশ। দুই তারকার ঝুলিতেই রয়েছে দুটি ব্রোঞ্জ পদক। এইবারের প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকার। অন্যদিকে টোকিয়ো অলিম্পিক্স এবং প্যারিস অলিম্পিক্সে দলগত বিভাগে ব্রোঞ্জ পদক রয়েছে ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশের। এবারের অলিম্পিক্সে ভারত শেষ করল ৭১ নম্বর স্থানে, ঝুলিতে রইল ৬টি পদক। প্রথম স্থানে শেষ করল মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ মূহূর্তে গিয়ে সোনার পদক জয় করে চিনকে টপকে যান মার্কিনরা। ৪০টি স্বর্ণপদকসহ মার্কিন যুক্তরাষ্ট্রের মোট পদক সংখ্যা এবারে ১২৬। অন্যদিকে ৪০টি সোনাসহ দ্বিতীয় স্থানে থাকা চিনের মোট পদক সংখ্যা ৯১।