Novak Djokovic’s career Golden Slam win. Joker won in straight sets against Spain’s Carlos Alcaraz.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের গোল্ডেন স্লাম জয় নোভাক জোকোভিচের। এই সার্বিয়ান তারকা এর আগে জিতেছিলেন সমস্ত ট্রফি। অর্থাৎ চারটি গ্র্যান্ডস্লাম জিতেছিলেন। পকেটে ছিল অলিম্পিক্স পদকও। কিন্তু তিনি অলিম্পিকে প্রথম হতে পারেননি এতদিন। অবশেষে সেই খরা কাটল। স্পেনের কার্লোস আলকারাজের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় পেলেন জোকার। উইম্বলডন হারের মধুর প্রতিশোধ নিলেন লাল সুরকির কোর্টে। খেলার ফল জোকোভিচের পক্ষে 7-6,7-6। বর্তমানে 24টি গ্র্যান্ডস্লাম জিতে পুরুষদের মধ্যে বিশ্বের সব থেকে বেশি স্লাম জয়ের মালিক জোকার। তবে শেষ কয়েকটি নক আউট বার বার আলকরাজের কাছে আটকে যাচ্ছিলেন। 4 বছরে বহুবার গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলতে পারবেন কিন্তু অলিম্পিক্স ফাইনাল বার বার আসবে না। তাই আসল সময়ই জ্বলে উঠলেন জোকার।