India’s Aman Sherawat is one step away from winning a medal
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: পদক জয় থেকে এক ধাপ দূরে ভারতের অমন শেরাওয়াত। ভারতীয় এই কুস্তিগির উঠলেন পুরুষদের ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে। ফলে আজ রাতেই একটি ম্যাচ জিততে পারলেই পদক নিশ্চিত হয়ে যাবে তাঁর। এবারে অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগিরদের মধ্যে তিনিই একমাত্র পুরুষ। এখনও পর্যন্ত ভিনেশ ফোগট ছিটকে গেছেন, অন্তিম পাঙ্ঘাল পদক পাবেন কিনা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে ভারতের বড় ভরসা এখন অমনই। প্রি কোয়ার্টার ফাইনালে নর্থ ম্যাসিডোনিয়ার এগোরভকে ১০-০তে হারান তিনি। এরপর কোয়ার্টার ফাইনালে বড় চমক দেখান তিনি। এবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন আলবেনিয়ার জেলিমখানকে ১২-০ ফলে টেকনিকাল সুপারিটির মাধ্যমে হারিয়ে দেন তিনি।