In the round of sixteen match in wrestling, India’s final Pangal lost to shame.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কুস্তিতে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে লজ্জার হার ভারতের অন্তিম পাঙ্গালের। দাঁড়াতেই পারলেন না সেরকমভাবে। নূন্যতম লড়াইও দিতে পারলেন না, হারলেন ০-১০ ফলে। তুরস্কের জেনিপ ইয়েটগিলের বিপক্ষে খেলতে নেমে কয়েক মিনিটের মধ্যেই খেলা শেষ হয়ে যায় তাঁর। অনেক আশা জাগিয়ে শুরু করলেও তেমন কিছুই করতে পারলেন না। সকাল বেলা ভিনেশ ফোগতের প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ হয়েছিল ভারতীয়দের। তখন আশা করা হয়েছিল মহিলাদের কুস্তিতে অন্তিম হয়ত লড়াই দেবে, কিন্তু কোথায় কি। দাঁড়াতেই পারলেন না তিনি মহিলাদের ৫৩ কেজি বিভাগের ফ্রি স্টাইল কুস্তিতে। তাঁর প্রতিপক্ষ পরের রাউন্ডে গিয়ে হেরে যাওয়ায় রিপিচেজ রাউন্ডে খেলারও সুযোগ পেলেন না তিনি।