Manu Bhaker is on the verge of winning another medal.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শনিবার দুপুর ১টায় ফের পদক জয়ের লক্ষ্যে নামছেন ভারতের মনু ভাকের। ইতিমধ্যেই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ভারতকে গর্বিত করেছেন মনু। হরিয়ানার মেয়ে বৃহস্পতিবারও নজর কাড়লেন, তৃতীয় পদক জয়ের দিকে এক ধাপ এগোলেন। মহিলাদের শুটিংয়ে ২৫ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন ভারতের জোড়া পদকজয়ী মনু ভাকের।, প্রথমে প্রেসিসন রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বে ২৯৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ছিলেন মনু। এরপর Rapid Fire ইভেন্টেও একের পর এক দুর্দান্ত শট নেন তিনি। ৫৯০ নিয়ে শেষ করেন দ্বিতীয় স্থানে, সেই সুবাদেই ফাইনালে প্রবেশ করেন মনু ভাকের।তাঁর জ্বলে ওঠার দিন অবশ্য নজর কাড়তে ব্যর্থ আরেক ভারতীয় এষা সিং, তিনি ফাইনালে উঠতে ব্যর্থ হলেন।