Alcaraz, Djokovic in second round in Paris
প্যারিস অলিম্পিক
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক :প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় রাউন্ডে উঠলেন কার্লেস আলকারাজ। তিনি হারালেন লেবানিজ প্রতিদ্বন্দী হ্যাডি হাবিবকে। উইম্বলডয়ী স্প্যানিশ তারকা ম্যাচ জিতলেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-৩, ৬-১।
অলিম্পিক্সের প্রথম রাউন্ডে জিতলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচও। ২৪টি গ্র্যান্ডস্লামের মালিক হারালেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেনকে। প্রথমবার অলিম্পিক্স সোনা জয়ের লক্ষ্য জোকার। রাফায়েল নাদাল প্রথম রাউন্ডের ম্যাচ জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন রাফা-জোকার।
মহিলাদের টেনিসে জিতলেন ইগা সুয়াটেক। তিনি হারালেন ক্যামেলিয়া বেগুকে। খেলার ফল ৬-২, ৭-৫।