5 medals came to the Paralympics on Tuesday, one early on Wednesday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার প্যারালিম্পিক্সে এল একের পর এক পদক । মোট পাঁচটি পদক ঢুকল ভারতের ঘরে। সবকটি পদকই এল একই বিভাগ অর্থাৎ ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে। অ্যাথলেটিক্সে এল একটি পদক, দুটি পদক এল জ্যাভলিন থ্রোতে। অপর দুটি পদক এল হাইজাম্পে। পুরুষদের হাইজাম্পে ভারতের হয়ে রৌপ্য পদক পান শরদ কুমার, ব্রোঞ্জ পদক জেতেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। এই নিয়ে টানা তিন অলিম্পিক্সে পদক জিতলেন মারিয়াপ্পান। জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক পান অজিত সিং যাদব, ব্রোঞ্জ পান সুন্দর সিং গুরজার। মহিলাদের ৪০০ মিটারে ব্রোঞ্জ পদক পান ভারতের দিপ্তী জীবনবজি। এদিকে শট পাটে বুধবার ভারতকে রৌপ্য পদক এনেন দিলেন সচিন।