Seventh day of the Paralympics brought 4 medals, a pair of gold
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: প্যারিসে প্যারালিম্পিক্সে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতের পদক জয়ের সংখ্যা। সপ্তম দিনে মোট ৪টি পদক জিতল ভারত। এর মধ্য়ে আর্চারিতে এল ঐতিহাসিক সোনা। প্রথম ভারতীয় আর্চার হিসেবে ব্য়ক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতলেন হরবিন্দর সিং। লুকাস পিজসেককে ফাইনাল ম্যাচে হারিয়ে সোনা জয় করলেন এই ভারতীয়। এদিকে ক্লাব থ্রো ইভেন্টেও প্রথমবার সোনা জয়ের মুখ দেখল ভারত। সোনা জিতলেন ভারতের ধরমভির সিং, রৌপ্য পদক পেলেন প্রণব শুরমা। এই ইভেন্টে প্রথম দুই স্থানে শেষ করে নজির গড়ল ভারত, এই প্রথম কোনও ইভেন্টে ফার্স্ট এবং সেকন্ড স্থান প্যারালিম্পিক্সে পেল ভারত। অপর পদকটি আসে শট পাটে, সচিন খিলাড়ি রুপো পান।