India won three medals in the Paralympics on Friday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: প্যারালিম্পিক্সে শুক্রবারই ভারতের ঝুলিতে এল তিনটি পদক। আগেই শ্যুটিয়ে দুটি পদক জিতেছিল ভারত, এবার দৌড়েও এল ব্রোঞ্জ মেডেল। ভারতকে এবারের প্যারিস গেমসে তৃতীয় পদকের স্বাদ এনে দিলেন দৌড়বিদ প্রীতি পাল। মহিলাদের ১০০ মিটার টি৩৫ ইভেন্টের দৌড়ে ব্রোঞ্জ পদক জিতলেন প্রীতি। উত্তর প্রদেশের মেয়ে প্রীতি মাত্র ১৪.২১ সেকন্ড সময় নেন দৌড়াতে। তাঁর সামনে ছিলেন চিনের দুই দৌড়বিদ। এই ইভেন্টে ভারতের ইতিহাসে প্রীতিই প্রথমবার পদক জিতলেন, অর্থাৎ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই ইভেন্টে এতদিন পদক জিততে পারেনি ভারত। উত্তর প্রদেশের ২৩ বছর বয়সী প্রীতি অসম্ভবকে সম্ভব করে দেখালেন। ছোটবেলায় সেরিব্রাল প্যালসিতে আক্রান্ত হয়েছিলেন মিরাটের মেয়ে প্রীতি।