Former IG of State Police Pankaj Dutt passed away
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রয়াত। শনিবার দুপুরে প্রয়াত হন তিনি। বারাণসীর একটি হাসপাতালে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৩ অক্টোবর বারাণসীর একটি অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল। সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তাঁর। বারাণসী ট্রমা কি আর সেন্টারে ভর্তি ছিলেন তিনি।দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন।তবে শেষ রক্ষা হলো না। কর্মজীবন থেকে অবসর নেয়ার পর তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্লেষক হিসেবেও বিভিন্ন সংবাদমাধ্যমের অন্যতম বক্তা হয়ে উঠেছিলেন তিনি। বিভিন্ন বিষয়ে সোজা সাপ্টা মতামত দিতেন। পুলিশের উচ্চপদে চাকরি করার সময় তিনি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। পুলিশ মহলে তার আলাদা একটি পরিচিতি ছিল।তবে কিছুদিন আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এমনকি পুলিশের চাপের মুখেও পড়তে হয় তাঁকে। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই প্রয়াত হলেন তিনি।