Pakistan Prime Minister Shahbaz Sharif called for prayers to control air pollution
পাকিস্তান
মুনমুন রায় প্রতিনিধি:আজব দাওয়াই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। বায়ুদূষণে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। নানা পদক্ষেপেও সেখানের বায়ুদূষণ নিয়ন্ত্রণে না আসায় এবার দেশবাসীর প্রতি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শুক্রবার (১৫ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের বায়ুদূষণ রোধে দেশবাসীর প্রতি সালাতুল ইসতিসকা বা বৃষ্টির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে, দেশবাসীকে বৃষ্টির জন্য নামাজ পড়তে বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শুষ্ক আবহাওয়ায় চলমান সংকট মোকাবিলায় সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ চাওয়ার অনুরোধ করেন তিনি।
পাক প্রধানমন্ত্রী বলেন, আমি দেশবাসীকে সালাতুল ইসতিসকা পড়ার অনুরোধ করছি এবং বৃষ্টির জন্য দোয়া করতে আন্তরিকভাবে অনুরোধ। ধর্মীয় পণ্ডিত এবং সুফি নেতাদের এ নামাজের জন্য ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিঁনি। তিঁনি ফেডারেল এবং প্রাদেশিক প্রশাসনের অধীনে দেশের সব মসজিদে সালাতুল ইসতিসকা পড়ার আহ্বান জানান।
এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাব্য উপকারিতা তুলে ধরে তিঁনি বলেন, এটি পরিবেশের উন্নতি এবং রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। অনাবৃষ্টির কারণে এসবের প্রাদুর্ভাব বেড়েছে। এছাড়া বৃষ্টি মানুষের স্বস্তি এবং চলমান দুর্ভোগ কমাতে সহায়ক হবে।