Hajj pilgrims must give an affidavit before boarding a plane to Saudi Arabia that they will not beg in Mecca
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পাক নাগরিকদের জন্য দরজা বন্ধ করতে চাইছে সংযুক্ত আরব আমিরশাহীও। হাজার হাজার পাকিস্তানি ভিখারিতে ভরে যাচ্ছে সৌদি আরব। হজযাত্রার নামে আরবে ঢুকছে এই সব ভিখারির দল। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সৌদি।
এবার হজের আগে ইসলামাবাদকে কড়া নোটিস পাঠিয়েছে তারা। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে, পাকিস্তান যেন মক্কায় কোনও ভিখারি না পাঠায়।ফি বছর তাঁদের উৎপাতেই মক্কার হজযাত্রীদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে বলে জানিয়েছে রিয়াধ।
সৌদি প্রশাসনের অভিযোগ, হজের নামে প্রতি বছর পাকিস্তান থেকে লাখ লাখ ভিখারি ঢুকে পড়ছে মক্কায়। দেশি-বিদেশি তীর্থযাত্রীদের থেকে ভিক্ষার নামে জোর করে টাকা আদায় করে তাঁরা। এই পাক নাগরিকদের জন্যেই মক্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। আর তাই এ বার হজের আগে বিষয়টি নিয়ে ইসলামাবাদকে সতর্ক করেছে রিয়াধ। পাঠানো হয়েছে বিশেষ নোটিসও। সেখানে লেখা আছে, মক্কায় যেন কোনও ভিখারি না পাঠায় পাকিস্তান। পরামর্শ না মানলে দুই দেশের সম্পর্কে চিড় ধরার ইঙ্গিতও দিয়েছে সৌদি সরকার।
সংবাদ সংস্থা ‘এআরওয়াই নিউজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, এই নোটিস পেতেই নড়েচড়ে বসেছে পাক প্রশাসন। হজযাত্রার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম চালু করেছে ইসলামাবাদের ধর্মবিষয়ক মন্ত্রক। সেখানে মক্কা যাওয়ার আগে মুচলেকা দেওয়ার উল্লেখ রয়েছে। পাক ধর্ম বিষয়ক মন্ত্রক বলেছে, এ বার থেকে হজযাত্রীদের সৌদি আরবের বিমানে ওঠার আগে হলফনামা দিতে হবে। হলফনামায় মক্কায় গিয়ে ভিক্ষা না করার প্রতিশ্রুতি দেবেন তাঁরা। এতে ভিখারিদের নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশাসন।
দ্বিতীয়ত, পরিষ্কার করে দেওয়া হয়েছে একমাত্র দল বেঁধে যাঁরা যাবেন তাঁদেরই অনুমতি দেওয়া হবে। পাশাপাশি যে ট্র্যাভেল এজেন্সিগুলি হজে তীর্থযাত্রীদের নিয়ে যায়, তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে সকলের থেকে মুচলেকা নেওয়ার কথা।