Indian delegation went to Pakistan to attend SCO Summit
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১৫- ১৬ অক্টোবর সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সামিট হবে ইসলামাবাদে। তার আগে গোটা রাজধানী কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলতে চলেছে পাকিস্তান। আলোচনার সময় ইসলামাবাদে উপস্থিত থাকবেন বিদেশের একাধিক রাষ্ট্রনেতা। সেই দিকে তাকিয়েই নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করছে পাক প্রশাসন।
বলা হয়েছে এই সময়টা গোটা ইসলামাবাদ শাট ডাউন থাকবে। এই সামিটের সময় ইসলামাবাদের সুরক্ষার দায়িত্বে থাকবে পাকিস্তান সেনা।
পাকিস্তানের ডন সংবাদপত্র সূত্রের খবর, ১৪ অক্টোবর থেকে ইসলামাবাদে ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ক্যাফে, রেস্তোরাঁ, সব ধরনের হল এই সময় বন্ধ থাকবে। কোনও জমায়েত করাও যাবে না।মঙ্গলবার ও বুধবার, ২দিনের আলোচনাসভায় উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রাশিয়ার বিদেশমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং চিনের প্রিমিয়ার লি কোয়াং।
দেশের রাজধানীতে বিদেশের রাষ্ট্রনেতারা থাকার সময় যাতে কোনও বিক্ষোভ, আন্দোলন না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান। ইসলামাবাদে যাতে কোনওরকম আন্দোলন করা যায় তার জন্য নয়া আইন আনা হচ্ছে পাকিস্তানের প্রশাসনের তরফে। জেলবন্দি ইমরান খানের দলের একাধিক কর্মী-সমর্থককেও গ্রেফতার করেছে পাকিস্তান প্রশাসন।