The Pakistan Cricket Board did not want Jai Shah from India to become the ICC Chairman.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইসিসির চেয়ারম্যান পদে এসেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। ফলে বোর্ডের সচিব পদে নতুন কেউ আসতে চলেছে। বিপুল ভোটেই জয় শাহ আইসিসির পদে বসেছেন। তিনি আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন তিনি। এই আবহেই জানা গেল, পাকিস্তান ক্রিকেট বোর্ড একদমই চায়নি ভারত থেকে জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে আসুক। মনোনয়ন জমা দেওয়ার সময় জয় শাহ ১৫টি ভোট পেয়েছিল, এক্ষেত্রে বলে দেওয়া ভালো আইসিসিতে ১৬টি সদস্য বোর্ড রয়েছে। তাঁর মধ্যে পাকিস্তান বোর্ড একমাত্র নিজেদের ভোটদান থেকে বিরত রেখেছিল জয় শাহের মনোনয়ন জমার সময়। অর্থাৎ তাঁরা যে চায়নি জয় শাহ চেয়ারম্যান পদে আসুন, তা স্পষ্ট।