November 11, 2024 3:01 am

২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 11, 2024 3:01 am

২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Pager Blast: লেবানন হামলায় নাম জড়াল ভারতীয় বংশোদ্ভূত রিনসন হোসের

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

The name of Indian-origin Rinson Hose is involved in the Lebanon attack

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পকেটে থাকা ছোট পেজার ফেটে মৃত্যু হয়েছে অসংখ্য হেজবোল্লা সদস্যদের। বিস্ফোরণে কারও চোখ নষ্ট হয়েছে, কারও উড়েছে হাত-পা। লেবাননে চালানো এই হামলায় আচমকাই নাম জড়াল এক ভারতীয় বংশোদ্ভূতের। তাঁর নাম রিনসন হোসে।

জন্ম কেরালার ওয়েনাড়ে। কিন্তু বছর সাঁইত্রিশের যুবকটি পড়াশোনা শেষে দেশ ছাড়েন। নাগরিকত্ব রয়েছে নরওয়ের। কী ভাবে এই ভারতীয় বংশোদ্ভূতের নাম জড়িয়ে গেল লেবাননের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায়? আসলে হাঙ্গেরির সংবাদমাধ্যম ‘টেলেক্স’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণ হওয়া পেজারগুলি বিক্রি করেছিল ‘নর্টা গ্লোবাল লিমিটেড’ নামে বুলগেরিয়ার একটি সংস্থা।

ঘটনাচক্রে এই সংস্থার মালিক রিনসন হোসে। ‘টেলেক্স’ সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হেজবোল্লা সদস্যদের ব্যবহারের জন্য বুলগেরিয়ার এই সংস্থার কাছেই কয়েক হাজার পেজারের বরাত এসেছিল। আর এর জেরেই তদন্তকারীদের স্ক্যানারে চলে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত রিনসন হোসে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পেজার বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে লেবানন। প্রাণ গিয়েছে ১২ জনের। আহত ৪ হাজারের কাছাকাছি। হাসপাতালগুলো উপচে পড়ছে জখমদের ভিড়ে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন করে বিস্ফোরণ হয় লেবাননে। দুমদাম ওয়াকি-টকি ফেটে মৃত্যু হয় অন্তত ২৫ জনের। আহত ৪৫০। জানা গিয়েছে, যে পেজারগুলোয় বিস্ফোরণ ঘটানো হয়, সেগুলো নাকি বিক্রি করেছিল ‘নর্টা গ্লোবাল লিমিটেড’ নামে বুলগেরিয়ার এক সংস্থা। হাঙ্গেরির এক সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে। আর এই সংস্থারই কর্ণধার রিনসন। স্বাভাবিক ভাবেই তাঁর সঙ্গে এই নাশকতার কোনও সরাসরি যোগ রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top