Brujo is looking for a win against Nezmah FC
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইস্টবেঙ্গল দল সবে গত ম্যাচেই জয়ের সরণীতে ফিরেছে। এরই মধ্যে সামনে পড়েছে শক্তিশালী লেবাননের দল নেজমাহ। তাঁরা এই মূহূর্তে এএফসি চ্যালেঞ্জ লিগে লালহলুদের গ্রুপের টপার। ফলে এই ম্যাচ তাঁদের কাছে কঠিন সেটা জানেন অস্কার ব্রুজো। যদিও ম্যাচের আগে তিনি বলছেন, খেলার ফল নির্ধারিত হবে তাঁর দলের ফুটবলাররা কতটা প্রেসিং ফুটবল খেলছে সেটার ওপরই। দিয়ামানতাকোস, মাদিহ তালালদের নিয়ে দল সাজাতে চলেছেন ব্রুজো। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুজো বলছেন, ‘আমাদের আক্রমণ গত ম্যাচে ভালো হয়েছে, যেটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। দলের আক্রমণে ঝাঁঝ তখনই বাড়বে যখন ফুটবলারদের মধ্যে দূরত্ব কমবে মাঠে। চাইলেই প্রেসিং ফুটবল খেলা যায়না,সেটা ম্যাচের পরিস্থিতির ওপরই নির্ভর করবে ‘।