India’s Satvik Sairaj-Chirag Shetty duo showed a strong performance in badminton.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ব্যাডমিন্টনে দুরন্ত পারফরমেন্স দেখালেন ভারতের সাত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি। গ্রুপের শেষ ম্যাচে তাঁরা হারিয়ে দিলেন ইন্দোনেশিয়ার ফজর, আদ্রিয়ান্তোকে। খেলার ফল ২১-১৩, ২১-১৩। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ভারতের। এই ম্যাচ ছিল সম্মানরক্ষার। কারণ দুই জুটিই কোয়ার্টারে পৌঁছে গেছে প্যারিস অলিম্পিক্সে। ফলে নিয়মরক্ষার ম্যাচে তেমন নিজেদের লুকোনো অস্ত্রগুলো বের করেননি কেউই। যদিও ভারতীয় দুই শাটলারের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না ইন্দোনেশিয়ার জুটি। দুই সেটের লড়াইয়ে ৪০ মিনিটের মধ্যেই প্রতিপক্ষকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে ভারত। এখন থেকেই পদক জয়ের স্বপ্ন দেখানো শুরু করে দিয়েছে ভারতের এই জুটি।