November 10, 2024 9:43 pm

২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 10, 2024 9:43 pm

২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Obc certificate cancel: প্রায় ৫ লক্ষ Obc সার্টিফিকেট বাতিলের নির্দেশ হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#Recruitment# #may# #begin# #in# #upper# #primary# #suggests# # HighCourt

High Court order to cancel about 5 lakh Obc certificates

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২০১০ সালের পর তৈরি হওয়া সকল ওবিসি শংসাপত্রকে বাতিল করে দিল আদালত। চাকরি বা অন্য কোন কাজে সেই শংসাপত্র আর বৈধ বলে গণ্য হবে না। আদালতের এই রায়ের ফলে বাতিল হয়েছে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে যারা সেই শংসাপত্রকে কাজে লাগিয়ে চাকরি করছেন সেক্ষেত্রে আদালতের আজকের রায়ের ফলে চাকরি যাওয়ার কোন আশঙ্কা থাকবে না বলেই জানিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে জানায়, ২০১০ সালের আগে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বৈধ। ২০১০ সালের পর তৈরি ওবিসি সার্টিফিকেট যথাযথ আইন মেনে হয়নি। বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে নতুন করে ওবিসিদের তালিকা তৈরি করতে হবে। বিধানসভায় সেই তালিকা পেশ করতে হবে। বিধানসভা অনুমোদন দেওয়ার পর ওবিসি বলে গণ্য করা হবে।

প্রসঙ্গত, ওবিসি সংক্রান্ত এই মামলাটি হাইকোর্টে দায়ের হয় ২০১২ সালে। সেখানে জানানো হয়, ২০১০ সালে একটি অন্তর্বতী রিপোর্টের ভিত্তিতে ওবিসি-এ নামে একটা শ্রেণী তৈরি করে। কিন্তু তারপরই ক্ষমতা থেকে চলে যায় বামফ্রন্ট সরকার। নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণি সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে। যার বিরোধিতা করে কোর্টে মামলা হয়। মামলাকারীরা অভিযোগ করেন, এভাবে ওবিসি শংসাপত্র দিলে তা ১৯৯৩ সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের যে আইন, তার বিরোধিতা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top