Nurses protesting after massive vandalism and attack at RG Kar Hospital on Wednesday midnight
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে ব্যাপক হামলা হয়েছে। ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে জরুরি বিভাগ। তার পাশাপাশি লক্ষাধিক টাকার ওষুধ তো নষ্ট হয়েছেই, জরুরি চিকিৎসা সরঞ্জামও ভেঙে দেওয়া হয়েছে। এই হামলা ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আরজি করের নার্সরা।
এই পরিস্থিতিতে, আজ, বৃহস্পতিবার, গতকালকের হামলা নিয়ে ভয়াবহ অভিযোগ আনলেন নার্সরা। এক নার্স জানান, প্রায় শ’দুয়েক লোক এসে হামলা করেছিল কাল। সকলেই প্রায় মাস্ক পরা। তারা বলে, ‘আজকে দেখে গেলাম, কাল ধর্ষণ করে রেখে যাব। মা-বোন-বাচ্চা কাউকে ছাড়ব না।’ আরজি করে যে সময় হামলা হয়েছে তখন অনেক নার্স কর্তব্যরত অবস্থায় ছিলেন। তাই এমন হামলার ঘটনায় তাঁরা শঙ্কিত। বৃহস্পতিবার সকাল থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং-এর সামনে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সরা।
গতকাল রাতে শুধু হাসপাতালের ভিতরে নয়, বাইরেও হামলার ঘটনা ঘটেছে। একাধিক পুলিশের গাড়িতে, হাসপাতালের বাইরের পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। একাধিকজন পুলিশ কর্মীও এই ঘটনায় আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। নামানো হয় ব়্যাফও।