Debashish Mondal, a policeman, was injured while patrolling in North Kolkata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শহরে ফের আক্রান্ত পুলিশ। মহরমের দিন টহল দিতে গিয়ে শোভাবাজারে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের কর্মী দেবাশিষ মন্ডল। বুধবার ভোরে উত্তর কলকাতার বড়তলা থানায় এলাকায় মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতী।
মহরমের দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে পুলিশের টহলদারি চলছে। বুধবার সকালে শোভাবাজারের কাছে বড়তলা এলাকায় টহলে বেরিয়েছিলেন দেবাশিষবাবু। নজরদারি চালানোর সময়েই এক মদ্যপ ব্যক্তিকে বচসায় জড়িয়ে যেতে দেখেন কর্তব্যরত পুলিশকর্মী। ওই মদ্যপ ব্যক্তিকে আটক করতে গিয়েই আক্রান্ত হন তিনি।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের নাম রাহুল দাস। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত পুলিশকর্মীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। যদিও এদিনের ঘটনাটিতে খাস কলকাতায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।