33 kg 300 grams of ganja was recovered from the smugglers before it was smuggled.
রাজ্য
মাধব কুমার মন্ডল,সাংবাদিক
মালদা থানার পুলিশ সূত্রে জানা যায় শনিবার গভীর রাত্রে পুরাতন মালদার নলডুবি বাইপাস এলাকায় অন্ধকারে একটি চার চাকা গাড়ি থেকে প্যাকেট করা কোন জিনিস নামিয়ে টোটো তোলা হচ্ছে ,আর এই দৃশ্য ধরা পড়ে মালদা থানার টহল রহত পুলিশের চোখে। সঙ্গে সঙ্গে পুলিশ ধাওয়া করলে চারচাকা গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় টোটো সমেত দুই ব্যক্তি এবং দুটি প্যাকেট গাঁজা যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।
জানা গেছে ধৃত ব্যক্তিরা হলো ইংলিশ বাজার শহরের ঝলঝলিয়া এলাকার নির্মল হালদার(৪১) এবং অন্যজন হচ্ছে পশ্চিম বর্ধমানের রাহুল মন্ডল (৩১)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা মালদা থানা পুলিশ বাজেয়াপ্ত করে এবং ধৃতদের রবিবার আনুমানিক ডেটটা নাগাদ মালদা জেলা আদালতে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই ব্যক্তিকে দশদিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে এবং গাঁজা গুলি কোথায় পাচার করা হচ্ছিল তা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।