A youth from North Twenty-four Parganas was beaten to death. Women are behind the murder
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এলাকার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল মৃত আলামিন সাহজির। তা ভেঙে যাওয়াকে কেন্দ্র করেই এই নৃশংস ঘটনা বলেই দাবি মৃতের পরিবারের। ইতিমধ্যেই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু তদন্ত।জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার শাসন থানার মহিষগদি সাহাজি পাড়ার বাসিন্দা আলামিন সাহাজি।
রবিবার রাতে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তাল হয়ে ওঠে খড়িবাড়ি এলাকা।পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।যুবকের দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে।
আলামিনের পরিবারের অভিযোগ, এক মহিলার সঙ্গে বছরখানেক ধরে সম্পর্ক ছিল যুবকের। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। দাবি, সেই ক্ষোভেই যুবককে পিটিয়ে খুনের ঘটনা। অভিযোগ, পরিবারের লোকজন শাসন থানায় গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। পালটা পুলিশ দাবি করে আত্মহত্যা করেছেন ওই যুবক। কি কারণে মৃত্যু এখনই স্পষ্ট নয়? তদন্ত করছে পুলিশ।