A 73-year-old man was arrested for ‘raping’ a class 10 student
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হাসনাবাদে দশম শ্রেণি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ডাক্তারের বাবা। পরিবার সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে বাড়িতে রেখে কলকাতায় গিয়েছিলেন ওই দশম শ্রেণির নাবালিকার বাবা মা। সেই সুযোগটাই কাজে লাগিয়ে পিজি হাসপাতালের নামকরা ডাক্তারের বাবা বছর তিয়াত্তরের বৃদ্ধ দুটি ঘরের ছাদ ডিঙিয়ে ঘরের ভিতরে ঢোকেন।ওই দশম শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।শুধু তাই নয়, পরিবারের দাবি, বাড়ির কাউকে এ কথা জানালে, প্রাণে মেরে ফেলারও হুমকি দেন বলে অভিযোগ। হাসনাবাদ থানায় অভিযোগ জানাতেই পুলিশ সকালে হাসনাবাদ এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয় অভিযুক্তকে। ওই নাবালিকাকে গোপন জবানবন্দি নেওয়ার জন্য বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।