A private hospital stopped medical services for Bangladeshi patients, Firhad Hakim protested
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশী রোগীদের চিকিৎসা পরিষেবা দেবে না কলকাতার একটি বেসরকারি হাসপাতাল। সম্প্রতি ইসকন কাণ্ডের জেরে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করে সেদেশের নাগরিকেরা। সেই ঘটনার প্রেক্ষিতেই এমনটাই জানিয়েছে কলকাতার জে.এন.রায় হাসপাতাল।
হাসপাতালের পক্ষ থেকে সুভ্রাংশু ভক্ত বলেন, “দেশ সবার ঊর্ধ্বে। দেশের ওপরে কিছু হতে পারে না। চিকিৎসা একটি মহৎ পেশা, কিন্তু দেশের মর্যাদা সর্বোচ্চ। অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকেও এই পথে হাঁটতে হবে।” তাঁর কথায়, হাসপাতাল আপাতত সমস্ত বাংলাদেশি রোগীর জন্য তাদের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে তুলে ধরা হয়েছে প্রতিবেশী দেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনা। যদিও এই ঘটনার বিস্তারিত বিবরণ মেলেনি, তবু হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে, এমন সময়ে দেশের মর্যাদা রক্ষার্থে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সুভ্রাংশু ভক্তের মতে, চিকিৎসা একটি মানবিক সেবা হলেও জাতীয় গৌরবের প্রশ্নে কোনো আপস করা যায় না।
বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “কোনও হাসপাতাল ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারে বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়া। বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে। কিন্তু বাংলাদেশের কোনও মানুষ অসুস্থ হলে তাঁকে আমরা সুস্থ করব না? চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্ম রোগীকে সুস্থ করা। যদি চিকিৎসা না হয়, এটা আমাদের মানবিকতা বিরোধী, এটা ঠিক নয়।”