Nitish Kumar is absent from the Prime Minister’s Niti Aayog meeting!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেও বড় অভিযোগ তুলেছেন তিনি। কেন্দ্রের বঞ্চনাসহ একাধিক কথা বলার জন্য তিনি তৈরি থাকলেও মাঝপথে তাঁর বক্তব্য থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বিরোধী অর্থাৎ কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যাননি এটা স্বাভাবিক কিন্তু সব থেকে অবাক বিষয় হল এনডিএ জোটের শরীক দলের মুখ্যমন্ত্রীই নাকি গেলেন না প্রধানমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে। রাষ্ট্রপতি ভবনে এই বৈঠকে অনুপস্থিত থাকলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকারের বড় স্তম্ভ নীতীশ কুমার। ঠিক কি কারণে তিনি যাননি, সেটা তিনি বা তাঁর পার্টির কেউই খোলসা করেননি। শুধুই তাঁরা দাবি করেছেন, এটাই প্রথম নয়, এর আগেও বহুবার নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছেন নীতীশ কুমার। যদিও অন্যান্যবারের সঙ্গে এবারের যে কিছুটা পার্থক্য রয়েছে তা বলাই বাহুল্য। বাজেটে বিহারের জন্য ব্যাপক প্রকল্পের পরেও কেন দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি এবং বিজয়কুমার সিংহকে বৈঠকে পাঠানো হল, সেই নিয়ে প্রশ্ন উঠছেই।