NIA in the investigation in several places in the state, NIA attack in Kolkata!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে এবার আল-কায়েদা যোগ খুঁজে পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । আর তার লিংক খুঁজতে খুঁজতে উঠে এল কলকাতা যোগ । সোমবার মধ্য কলকাতার বেনিয়াপুকুর-সহ রাজ্যের একাধিক জায়গাতে বিশেষ অভিযান চালায় এনআইএ ।শুধু কলকাতা এবং এরাজ্যই নয়, দেশের বিভিন্ন জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে । তার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, অসম, বিহার, ত্রিপুরার একাধিক জায়গা । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবার আল-কায়েদার প্রচার এবং স্লিপার সেল বৃদ্ধিতে হাত মিলিয়েছে । এছাড়াও অন্য জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যে সকল নথিপত্র এবং ডিজিটাল সামগ্রী উদ্ধার করা হয়েছে, তাতে এনআইএ’র হাতে এসেছে আল-কায়েদা জঙ্গি সংগঠনের নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ।
এনআইএ সূত্রে খবর, বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতার বেনিয়াপুকুরের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় । পাশাপাশি কোচবিহারের হলদিবাড়িতে বিশ্বজিৎ বর্মন নামে এক যুবকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনআইএ । সোমবার ভোর থেকেই চলে এই তল্লাশি অভিযান ৷ তবে এনআইএ আধিকারিকরা যখন বিশ্বজিতের বাড়িতে আসেন, সে সময় বিশ্বজিৎ কাজের জন্য বাইরে ছিল বলে জানা গিয়েছে । তার মা’কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অধিকারিকরা ৷ তদন্তকারী সংস্থার অভিযোগ, এ রাজ্য থেকে আল-কায়েদার সংগঠনগুলিকে মজবুত করার জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছে । তার জন্যই একযোগে দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷