The newly decorated National Cricket Academy will be inaugurated in a few days
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: তৈরি হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির নবনির্মিত মাঠসহ অত্যাধুনিক পরিকাঠামো। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জানালেন কয়েকদিনের মধ্যেই তা খুলে যেতে চলেছে, যেখানে ক্রিকেটারদের জন্য বিশ্বমানের পরিকাঠামোর আয়োজন করা হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা চোট পেলে এনসিএতে এসেই রিহ্যাব সেড়ে যায়। এছাড়াও উঠতি ক্রিকেটাররা এখানে অনুশীলন করেন, তাদেরকে পরখ করে নেন এনসিএ চিফ ভিভিএস লক্ষ্মণ। অতীতে প্রধান পদে ছিলেন রাহুল দ্রাবিড়। এই পদ এবার লক্ষ্মণ ছেড়ে দিতে পারেন বলে শোনা যাচ্ছে, সেক্ষেত্রে নয়া প্রধান হতে পারেন বিক্রম রাঠোর, যিনি টি২০ বিশ্বকাপে বিরাটদের ব্যাটিং কোচ ছিলেন । নবনির্মিত এনসিএতে থাকবে ৩টি বিশ্বমানের মাঠ, ৪৫টি ক্রিকেট পিচ। অলিম্পিক্সের সাইজের সুইমিং পুল। বৃষ্টির সময় প্র্যাকটিস করার ইন্দোর ক্রিকেট পিচ। রিকভারি ট্রেনিং এবং ক্রীড়়া বিজ্ঞান সম্পর্কিত সমস্ত পরিকাঠামো, জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।