Sundar took 7 wickets against New Zealand
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ৩ বছর পর ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন ওয়াসিংটন সুন্দর। তামিলনাড়ুর এই অলরাউন্ডারকে তড়িঘড়ি পুণে টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ানো হয়। গত ম্যাচে ভারত হেরে যাওয়ায় এই ম্যাচ ছিল রোহিতের অ্যাসিড টেস্ট, একইসঙ্গে অক্সিজেন পাওয়ার ম্যাচ। আর সেখানেই সুন্দরকে খেলানোর মাস্টার স্ট্রোক কাজে লেগে গেল। নিউজিল্যান্ড দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার থাকায় ওয়াসিংটন সুন্দরের রাইট হ্যান্ড রিস্ট স্পিন কাজে লাগবে ধরে নিয়েই তাঁকে খেলিয়েছিল টিম ইন্ডিয়া। আর সেই সিদ্ধান্তই সফল হল যখন প্রথম ইনিংসে ২৩.১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫৯ রান দিয়ে ৭ উইকেট তুলে নিলেন ওয়াসিংটন সুন্দর।