14 new Rajya Sabha members including Sonia
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নতুন রাজ্যসভা সদস্য হলেন সোনিয়া সহ ১৪ জন। কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ ১৪ জন বৃহস্পতিবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।
নতুন সংসদ ভবনে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তাঁদের শপথবাক্য পাঠ করান।সোনিয়া গান্ধী রাজস্থান থেকে রাজ্যসভায় শপথ নেন এবং বৈষ্ণব ওড়িশা থেকে একই কক্ষের সদস্য হিসেবে শপথ নেন।
ওয়াইএসআরসিপি নেতা গোলা বাবু রাও, মেধা রঘুনাথ রেড্ডি এবং ইয়েরাম ভেঙ্কট সুব্বা রেড্ডিও অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রতিনিধি হিসাবে শপথ নেন।
কর্ণাটকের কংগ্রেস নেতা অজয় মাকেন, উত্তরপ্রদেশের বিজেপি নেতা আরপিএন সিং এবং পশ্চিমবঙ্গের বিজেপি সদস্য শমীক ভট্টাচার্য-সহ ১৪ জন রাজ্যসভায় শপথ নেন।