New Hajj policy announced, government quota reduced from 80% to 70%, ‘Hajj Facilitation App’ launched
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের নয়া হজ নীতি প্রকাশ্যে আনল কেন্দ্রীয় মোদি সরকার। যেখানে সরকারি কোটা ৮০ শতাংশ থেকে কমিয়ে করা হল ৭০ শতাংশ। ফলে আগামী বছর থেকে বেসরকারি সংস্থাগুলির জন্য ১০ শতাংশ বেড়ে হল ৩০ শতাংশ। ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতি বছর যে হজ চুক্তি সম্পন্ন হয় সেখানেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ মুসল্লি হজ করতে সউদি জান। এই হজ যাত্রার বেশিরভাগটাই আয়োজিত হয় সরকারের তরফ থেকে। যার জন্য আগে থেকেই সউদি সরকারের সঙ্গে চুক্তি করেন ভারত সরকার। এবারেও অন্যথা হয়নি। এবারের চুক্তিতে জানানো হয়েছে, আগামী বছর হজযাত্রীদের জন্য সরকারি সংরক্ষণ ৭০ শতাংশ করা হয়েছে। বাকি ৩০ শতাংশ বেসরকারি ট্যুর অপারেটর দ্বারা সম্পন্ন হবে। শুধু তাই নয়, এদিন আরও জানানো হয়েছে, ৬৫ বছরের অধিক হজযাত্রীদের সঙ্গে একজন’কে যেতে হবে। হজযাত্রীদের সুবিধার্থে আনা হচ্ছে ‘হজ সুবিধা অ্যাপ’। যার মাধ্যমে পুণ্যার্থীরা আপৎকালীন পরিষেবা-সহ অন্যান্য নানান সুবিধা পাওয়া যাবে । বিদেশে থাকার ব্যবস্থার পাশাপাশি কোনও রকম সমস্যায় জরুরি নম্বরও থাকছে এই অ্যাপে।
প্রসঙ্গত, চলতি বছর হজযাত্রায় গিয়ে ৯৮ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। যা স্বাভাবিকমৃত্যু বলেই দাবি করা হয়েছিল সরকারের তরফে। তবে প্রবল গরমের জেরে চলতি বছরে হাজারেরও বেশি হজযাত্রীর মৃত্যু হয় সউদি আরবে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ১০ দেশের মোট ১০৮১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে আরবে গিয়ে।