State Police gets new DG before polls, State Police new DG Vivek Sahay.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন বিবেক সহায়। তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হল রাজীব কুমারকে।
ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনের ‘কোপে’ রাজীব কুমার। আর তারপর সোমবারই রাজ্যের ডিজিপি পদ থেকে সরতে হয় তাঁকে। রাজীবের পরিবর্তে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে এলেন বিবেক সহায়। সোমবার সকালে নির্বাচনের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি কমিশন নির্দেশ দেয় যে এদিন বিকেল পাঁচটার মধ্যে তিনজন আধিকারিকের নাম পাঠাতে হবে সুপারিশ হিসাবে। সেই মতো রাজ্যের পক্ষ থেকে ১৯৮৮র ব্যাচের আইপিএস আধিকারিক বিবেক সহায়, ১৯৮৯-র ব্যাচের আইপিএস আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় এবং ১৯৯০-র ব্যাচের আইপিএস রাজেশ কুমারের নাম প্রস্তাব করে। তাদের মধ্যে থেকে বিবেক সহায়কে বেছে নেয় কমিশন।