No re-run of NET-UG exam for 2024: Supreme Court
দেশ
আদালত সংবাদদাতা :প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এক বেঞ্চ বলেছে পুনরায় পরীক্ষা নেওয়ার আদেশ দেওয়া হলে ২৩.৩৩ লক্ষ পরীক্ষার্থী যাঁরা নিজের শহর থেকে কয়েকশো কিমি দূরে গিয়ে পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা সমস্যায় পড়বেন। এছাড়া ভর্তির সময়সূচি বিগড়ে যাবে, শিক্ষার গতিপথের ওপরে প্রভাব পড়বে এবং ভবিষ্যতে চিকিৎসা পেশাদার প্রাপ্যতার ওপরেও প্রভাব পড়বে।
আদালত বলেছে, বর্তমান পরিস্থিতিতে এই উপসংহারে আসা কঠিন যে, পুরো সিস্টেম লঙ্ঘিত হয়েছে কিংবা পবিত্রতা লঙ্ঘিত হয়েছে। রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি এই মাসে একটি অন্তর্বর্তী রায়ের কথাা উল্লেখ করেছেন, যেখানে আদালত শে, বিকল্প হিসেবে আবেদনকারীদের পুনরায় পরীক্ষায় বসলার পরামর্শ দিয়েছিল।
বিগত শুনানিতে শীর্ষ আদালত এই মামলার শুনানি করে। সেই সময় প্রধান বিচারপতি বলেছিলেন, বড় পরিসরে পবিত্রতা নষ্ট হলে পুনরায় পরীক্ষার নির্দেশ দেওয়া হবে। সেই সময় সরকারের তরফে দাবি করা হয়, নিট-ইউজি পরীক্ষায় মাস ম্যালপ্র্যাকটিসের ইঙ্গিত নেই।
সেই দিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম, পরীক্ষা বাতিলের দাবি-সহ বিভিন্ন রাজ্যের হাইকোর্টে থাকা মামলাগুলির স্থানান্তরের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির আবেদনের বিষয়েও শুনানি করে।
প্রধান বিচারপতি বলেন, সেরারা বারোটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের। এঁদের মধ্যে মধ্যপ্রদেশ, বিহার ও গুজরাত থেকে সাতজন করে, হরিয়ানার চারজন, দিল্লিতে তিনজন, কর্নাটক-উত্তর প্রদেশে ছয় জন করে, কেরল-মহারাষ্ট্র-পশ্চিমবঙ্গের পাঁচজন করে এবং তামিলনাড়ুর আটজন পরীক্ষার্থী রয়েছে।