December 6, 2024 3:58 pm

২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 6, 2024 3:58 pm

২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

NEET,NET পরীক্ষায় দুর্নীতি প্রসঙ্গে ‘জাতীয় সংকট’ বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Congress MP Rahul Gandhi has commented on corruption in NEET, NET examination as a ‘national crisis

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ করেন কেন্দ্র পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। এতদিন কাজের সুযোগ সংকুচিত হচ্ছিল। এবার পড়াশোনর সুযোগও ছিনিয়ে নিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। নিট কেলেঙ্কারির জন্য সরাসরি মোদিকে দায়ী করে রাহুলের কটাক্ষ, “বলা হত মোদি নাকি ইজরায়েল-গাজার যুদ্ধ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আটকে দিয়েছেন। অথচ দেশে যে পেপার লিক হচ্ছে তা আটকাচ্ছে না! বা চাইছে না।”

প্রাক্তন কংগ্রেস সভাপতি বহুদিন আগে থেকেই বলে আসছেন, বিজেপি দেশের সব স্বশাসিত সংস্থা দখল করে নেওয়ার চেষ্টা করছে। সব সংস্থায় ঢোকানো হচ্ছে আরএসএসের লোক। নিট কেলেঙ্কারির জন্য সেই মধ্যমেধার আরএসএস পন্থীদেরই দায়ী করলেন রাহুল। রায়বরেলির সাংসদ এদিন বললেন, “সব বিশ্ববিদ্যালয়ের ভিসি বিজেপি-আরএসএসের লোক। মেধা, যোগ্যতার বাইরে শুধু নিজেদের বিচারধারা মেনে চলা লোককে ভিসি করে বসালে এই হয়। মধ্যমেধার লোককে দায়িত্বে বসিয়ে দেওয়া হয়েছে।”

প্রাক্তন কংগ্রেস সভাপতি নিটকে শুধু পড়ুয়াদের সমস্যা হিসাবে না দেখে গোটা দেশের সমস্যা হিসাবে দেখছেন। তাঁর বক্তব্য, “এই মুহূর্তে দেশের পড়ুয়াদের উপর ভীষণ চাপ। অন্যতম কারণ হল দেশের বেকারত্ব। দেশের যুবসমাজের কাছে কোথাও যাওয়ার উপায় নেই। এটা শুধু শিক্ষায় ক্রাইসিস নয়, এটা জাতীয় সমস্যা।” কংগ্রেস নেতা সরাসরি বলছেন, পেপার লিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। কিন্তু সেটারও আগে ঠিক করতে হবে সিস্টেম। আরএসএসের লোকজনকে না সরালে সেটা সম্ভব নয়।”

রাহুলের অভিযোগ, “মধ্যপ্রদেশ এবং গুজরাট হল বিজেপির দুর্নীতির ল্যাবরেটারি। মধ্যপ্রদেশে ব্যাপম হয়েছিল, এখন সারা দেশে সেটাই ছড়িয়ে দিতে চাইছে। কেন্দ্র পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে।”

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top