Along with the announcement of the NEET result, Education Minister Dharmendra Pradhan said, “We are thinking of a complete restructuring of NTA.”
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আগামী শনিবার সর্বভারতীয় স্তরে ডাক্তারির স্নাতকের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আগামী ২০ জুলাই দুপুর ১২টার মধ্যে ফল প্রকাশে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছেন প্রধান বিচারপতি।
এই রায়কে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি ঘোষণা করলেন ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে আর দুদিনের মধ্যে। পাশাপাশি এনটিএ পুনর্গঠনের কথা শোনা গিয়েছে তাঁর মুখে। সাংবাদিক সম্মেলনে ধর্মেন্দ্র বলেন, ”সত্যমেব জয়তে। সত্যের জয় হয়েছে। কেন্দ্র জানিয়েছিল কোনও বড় ধরনের দুর্নীতি হয়নি। সুপ্রিম কোর্টও সেটাই মনে করছে।” সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, পরীক্ষায় কোনও রকমের দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলে মোদি সরকার।
পাশাপাশি তিনি আরও জানান, ”আমরা এনটিএ-কে সম্পূর্ণ পুনর্গঠন করার কথা ভাবছি। আর তা কার্যকর করতে একটি উচ্চ-পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।” কমিটির মতামত নিয়েই পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।