All India Medical Entrance (NEET-UG) counseling process postponed indefinitely
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া। কবে ফের কাউন্সেলিং প্রক্রিয়া হবে, তা নিয়ে এনটিএয়ের তরফে আপাতত কিছু জানানো হয়নি। যদিও একটা সময় কেন্দ্র বলেছিল যে কাউন্সেলিং প্রক্রিয়া চলবে।
সূত্রের খবর, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের মধ্যেও প্রাথমিকভাবে নিটের কাউন্সেলিং চালিয়ে যেতে চাইছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে এখন অনির্দিষ্টকালের কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে কিছু জানানো হয়নি।
সেইসঙ্গে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, এনটিএয়ের মাধ্যমে কীভাবে স্বচ্ছভাবে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা যায়, সেটা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন রা হয়েছে। কীভাবে পরীক্ষা প্রক্রিয়া আরও মজবুত করা যায়, কীভাবে ডেটা সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা হয়, কীভাবে এনটিএয়ের কর্মপদ্ধতি আরও ভালো করা যায়, সেইসব বিষয় নিয়ে পরামর্শ দেবে ওই কমিটি।