NEET Exam is not canceled now, Dharmendra Pradhan’s comments on NEET corruption
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নিট পরীক্ষা প্রক্রিয়ায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠলেও এখনই পরীক্ষা বাতিলের পথে হাঁটছে না কেন্দ্র, স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর মতে, সুপ্রিম কোর্টের রায় আসার কথা ৮ জুলাই, সেই রায়ের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাঁরা। এছাড়াও নিট পরীক্ষায় বিস্তর দুর্নীতির জন্য আশ্চর্যজনকভাবেই বিরোধীদের নিশানা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিট বাতিলের পিছনে বিরোধীদের স্বার্থ রয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর মতে, কয়েকটি অভিযোগ এসেছে বটে, তবে সবই প্রমাণিত নয়। এক্ষেত্রে তাই কর্তৃপক্ষের তদন্ত পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে মন কেন্দ্রীয় মন্ত্রীর। স্রেফ দুটি কেন্দ্র থেকেই এমন অভিযোগ এসেছে বলে দাবি করেছেন তিনি। এছাড়াও পরীক্ষার্থীদের কোনওরকম আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।