Sensational information came out in NEET corruption
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিন যতই গড়াচ্ছে নিট নিয়ে মাথা ব্যথা বেড়েই চলেছে কেন্দ্রের। এবার সামনে এল ভয়ঙ্কর তথ্য। ওএমআর শিট নাকি ফাঁকা রেখে দেওয়ার পর গুজরাটে টাকার বিনিময় শিক্ষকরা সেই শিট পূরণ করে দিয়েছিলেন। গুজরাটের এক গ্যাং নাকি এই বিষয় যুক্ত, আর তাঁদের মাথায় স্বয়ং নিট পরীক্ষার সঙ্গেই যুক্ত। সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা নিয়োগ করা শীর্ষ কর্তা নাকি খোদ এই জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ। এই তথ্য সামনে আসার পর থেকেই ব্যাপক উত্তেজন শুরু হয়েছে। এরাজ্যে শিক্ষক দুর্নীতির অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছে কেন্দ্রে নেতার। সেখানে সর্বভারতীয় পরীক্ষায় অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এমন দুর্নীতির বহর দেখে স্বভাবতই কিছুটা অস্বস্তিতে নিট আয়োজককারী সংস্থা এবং কেন্দ্র। ইতিমধ্যেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। কীভাবে এই গ্যাং কাজ চালাতো খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।