Actor Nawazuddin Siddiqui got into trouble as an advertisement model for an agency.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গেমিং সংস্থাগুলিও বড় বড় তারকাদের দিয়ে অ্যাপের বিজ্ঞাপন করাতে পিছপা হন না। তেমনই একটি সংস্থার বিজ্ঞাপনের মডেল হয়ে বিপাকে পড়লেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। মহারাষ্ট্রের এক হিন্দু সংগঠন তার নামে অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, হিন্দু জনজাগৃতি সমিতি নামে ওই সংগঠনের পক্ষ থেকে মুম্বাইয়ের পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে নওয়াজের বিরুদ্ধে। অভিনেতা ওই গেমিং অ্যাপের বিজ্ঞাপনে মহারাষ্ট্র পুলিশের উর্দি ব্যবহার করে আদতে পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে তাদের দাবি।সংগঠনের ‘সুরাজ্য অভিযান’-এর আওতায় তারা এই ঘটনার বিচার দাবি করা হয়েছে। এই অভিযানের মহারাষ্ট্র রাজ্য সমন্বায়ক অভিষেক মুরুকতে সে রাজ্যের ডিজিপি এবং মুম্বাই পুলিশ কমিশনারের কাছে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে।অভিনেতা হিসাবে নওয়াজের পাশাপাশি ওই অ্যাপের মালিক অঙ্কুর সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। বিতর্কিত ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছে সংগঠন।