East Bengal football player Naurem Mahesh Singh is going to face financial penalty.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আর্থিক জরিমানার মুখে পড়তে চলেছেন ইস্টবেঙ্গলের ফুটবলার নাওরেম মহেশ সিং। আসলে মহমেডান ম্যাচে তাঁর লালকার্ড দেখায় ব্যাপক ক্ষুব্ধ ইস্টবেঙ্গল দলের কোচ, এবং ম্যানেজমেন্ট। দলের এক ফুটবলার যখন লালকার্ড দেখেছেন, তখন কিভাবে তিনি মাথাগরম করে আবারও লালকার্ড দেখলেন, এই প্রশ্নই তুলেছেন ইস্টবেঙ্গলের কর্তারা। সেই কারণেই এবার তাঁকে আর্থিক জরিমানা করা হতে পারে ক্লাবের তরফে। এমনিতেও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে লালকার্ড দেখার পরেও অসন্তোষ দেখানোয়, আইএসএলের তরফেও শাস্তির কোপ ঝুলছে তাঁর ওপর। এখনও কোনও শাস্তি না দেওয়া হলেও, একাধিক ম্যাচেই নিষেধাজ্ঞা জারি হতে পারে তাঁর ওপর।