Junior doctors and medical students will sit on hunger strike across the country on Tuesday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়াল আইএমএ। রবিবারই মেল মারফত আইএমএর সমস্ত শাখা সংঘঠনকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হল, মঙ্গলবার গোটা দেশ জুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। আরজি কর কাণ্ডে যেভাবে জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় অনশনে বসেছেন, তাঁদের পাশে দাঁড়াতে এবং তাঁদের মনোবল জোগাতেই সংহতির বার্তা দিয়ে এবার ১২ ঘন্টার অনশন করে গোটা দেশ জুড়ে প্রতিবাদ জানাবেন দেশের বিভিন্ন জুনিয়র চিকিৎসকরা। ফলে এই আন্দোলনে এবার যে দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠনও যোগদান করল তা বোঝা গেল। এদিকে সোমবারই রয়েছে আইএমএর সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। সেদিকে আপাতত নজর রয়েছে রাজ্যবাসির।