A victim of gang-rape while going for Kali Puja with a friend in Narendrapur area
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আবারও ধর্ষণের অভিযোগ খাস কলকাতায়। এবার কালিপুজোর দিন বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক তরুণী। ঘটনা নরেন্দ্রপুর এলাকার, যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিগত তিন চার দিনের রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বারবারই ধর্ষণের ঘটনা সামনে আসছে। কদিন আগেই আলিপুরদুয়ারে ধর্ষণের ঘটনা সামনে এসেছিল। এরপর আজ সকালে সামনে আসে বাঁকুড়ায় ধর্ষণের কথা। এবার নরেন্দ্রপুর অর্থাৎ খাস কলকাতার কাছেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। সেই তরুণী জানিয়েছেন সোশাল মিডিয়ায় আলাপের পর তাঁরা একসঙ্গে দেখা করেছিলেন। যাদবপুরের বাসিন্দা সেই তরুণীকে একজনের বাড়িতে নিয়ে গিয়ে পানিয়ের সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে বেহুশ করে ধর্ষণ করা হয়।