‘Come back strong’, Modi’s consolation when Vinesh’s dream is shattered
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২০২৪ প্যারিস অলিম্পিকে বুধবার জোর ধাক্কা খেলেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট।তিনি সেমি ফাইনাল ম্যাচ জিতে ফাইনালে নামার প্রস্তুতি গ্রহণ করছিলেন। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে তাঁকে এই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর গোটা দেশ হতাশায় ডুবে গিয়েছে। এই কঠিন সময়ে ভিনেশকে সান্ত্বনা দিয়ে একটি টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতের এই মহিলা কুস্তিগীরকে আরও শক্তিশালী হয়ে কামব্যাক করার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ”ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি দেশের গর্ব এবং প্রত্যেক দেশবাসীর অনুপ্রেরণা। আজকের এই বিপর্যয় সত্যিই হৃদয়বিদারক। আমি আশা করি শব্দগুলি হতাশার অনুভূতিই প্রকাশ করছে। হৃদয় দিয়ে আমি তোমার হতাশাই অনুভব করছি। এর পাশাপাশি আমি জানি ভিনেশ তুমি ফিরে আসার প্রতীক। সবসময়েই তুমি চ্যালেঞ্জ নিতে পিছপা হওনি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো। আমরা তোমার পাশে রয়েছি।”