Today this day is observed as ‘National Unity Day’ across the country.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৯তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৃহস্পতিবার গুজরাটে সর্দার প্যাটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। সারা দেশে এই দিনটি ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে পালন করা হয়।
জানা গিয়েছে, মোদি দুদিনের গুজরাট সফরে গিয়েছেন। এদিন রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে মোদি সকালে প্রথমে যান গুজরাটের (Gujarat) কেভাদিয়ায় অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটিতে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর তিনি যোগ দেন রাষ্ট্রীয় একতা দিবসের কুচকাওয়াজে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।তাঁর জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। জাতির ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষাই ছিল তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁর ব্যক্তিত্ব ও কাজ দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এবং আগামী দিনেও করবে।’দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, গুজরাটে কচ্ছে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি