The Prime Minister took a dig at Trinamool over Chopra’s incident
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইসলামপুরের চোপড়ার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতই দলের জন্য সাফল্য এনে দিক না কেন, তাঁর দলের নেতা কর্মিরা মোটেই শান্তির ঘুম ঘুমোতে দিচ্ছেন না তাঁকে। অকারণে জড়িয়ে পড়ছেন বিতর্কে। চোপড়ার এক ভিডিয়ো কদিন আগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক মহিলা এবং এক পুরুষদের রাস্তায় ফেলে বেধরক মার মারছেন তৃণমূলের নেতা তাজিজুল ইসলাম। সেই ভিডিয়োর কথা উল্লেখ করেই এবার প্রধানমন্ত্রী একহাত নিল রাজ্যের শাসক দলকে। তিনি বলেন, যে ভিডিয়ো পশ্চিমবঙ্গের ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কিভাবে এক বোনের ওপর অত্যাচার চলছে, অথচ রাস্তা দাঁড়িয়ে কেউ তাঁকে বাঁচাতে আসছেন না। সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনা নিঃসন্দেহে লজ্জার। এই ঘটনার অবশ্য অভিযুক্ত তাজিজুল এবং তাঁর ঘনিষ্ঠকেও গ্রেফতার করা হয়েছে।