Narendra Modi once again wrote a song during the festive season on the occasion of Navratri.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নবরাত্রি উপলক্ষে উৎসবের মরসুমে ফের গান লিখে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স হ্যান্ডেলে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে নিজের লেখা গানটি আপলোড করেছেন তিনি। অবশ্য সেই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। উৎসবের আবহে যখন দেশজুড়ে অভয়ার সুবিচারের দাবিতে প্রতিবাদের ঝড় উঠেছে, তখন প্রধানমন্ত্রীর এই পোস্ট নিয়ে চর্চা যে হবেই তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রধানমন্ত্রী জানান, ‘নবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছে দেশবাসী। উৎসবের মরসুমে আমার লেখা একটি গর্বা ‘অবতী কালে’ শেয়ার করলাম। দেবীর আশীর্বাদ যেন সবার উপর থাকে।’ গানটি সুন্দর পরিবেশনের জন্য শিল্পী পূর্বা মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রতি বছরই নবরাত্রি উপলক্ষে চমক দেন প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হল না।
উল্লেখ্য, চলতি মাসের তিন তারিখেই নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার উৎসবের মরসুমে নিজের লেখা ভক্তিমূলক গান এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন।